মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি শিক্ষার্থীদের ৬ দফা

| মঙ্গলবার , ২২ অক্টোবর, ২০২৪ at ১০:৩৬ পূর্বাহ্ণ

৬ দফা দাবিতে কেন্দ্রীয় বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি এন্ড ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে সারাদেশে সপ্তাহব্যাপী কর্মসূচি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামেও মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে দাবি উপস্থাপন করেন চট্টগ্রাম শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম, ও সদস্য সচিব হাবিবে রাব্বি।

এ সময় আরও বক্তব্য রাখেন রাণী আক্তার, সাইফুল ইসলাম, আনসার আলী, মিজান ও আজিজুর রহমান প্রমুখ। ডিপ্লোমাধারী এবং গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ছাত্রছাত্রীরা উপস্থিত হয়ে দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে।

স্বতন্ত্র অধিদপ্তর গঠন ও দশম গ্রেড পদমর্যাদার পাশাপাশি স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু, নবম গ্রেডের পদসৃষ্টি করে চাকরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেটআপ ও নিয়োগ বিধিতে অন্তর্ভুক্তির দাবি তাদের।

একই সঙ্গে ঢাকা আইএইচটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে সব আইএইচটিতে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্ল্যান গঠন করে বিদ্যমান নিয়োগবিধি ও অসঙ্গতিপূর্ণ গ্রেড সংশোধন, টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিক্যাল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করতে হবে। এছাড়া সব অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করার দ্রুত দাবি জানানোর পাশাপাশি প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান আন্দোলনকারীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে জেটস্কি থেকে পড়ে পর্যটকের মৃত্যু
পরবর্তী নিবন্ধবিয়ের প্রলোভনে গার্মেন্টসকর্মী ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার