মেট্রোপলিটন হাসপাতালের আইএসও স্বীকৃতি অর্জন

| মঙ্গলবার , ৩০ জানুয়ারি, ২০২৪ at ৯:১৪ পূর্বাহ্ণ

আইএসও স্বীকৃতি অর্জন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড, যা হাসপাতালের সেবার মানকে আরো উন্নত করবে। দীর্ঘ ৩৫ বছর ধরে বৃহত্তর চট্টগ্রামের জনগণের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও বিশ্বমানের চিকিৎসা সেবা নিশ্চিত করণে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল নিরলস কাজ করে যাচ্ছে।

এই অর্জন মেট্রোপলিটন হাসপাতালের প্রতিটি কর্মকর্তা, কর্মচারী, সেবাগ্রহীতা ও শুভানুধ্যায়ীদের মধ্যে আরো বেশি আশার সঞ্চার করেছে, যার মাধ্যমে হাসপাতালের প্রতিটি স্তরে সেবার মান আরো উন্নত ও আধুনিক হবে এবং রোগীরা আরো বেশি উপকৃত হবে। এসময় উপস্থিত ছিলেন মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ কে এম ফজলুল হক, ফিন্যান্স ডিরেক্টর ইঞ্জিনিয়ার মো. সেকান্দর, মেডিকেল ডিরেক্টর ডা. মোহাম্মদ নুরুন নবী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিএফও আরিফুল ইসলাম, সিওও এ এইচ এম লতিফ উদ্দিন চৌধুরী, হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ ফরিদুল ইসলাম, এজিএম (অডিট) আনোয়ারুল ইসলাম, এজিএম (এডমিন) আমান উল্লাহ আমান এবং আইএসও সার্টিফিকেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইইউনেবলের এশিয়া রিজিওনের এসিসট্যান্ট জেনারেল ম্যানেজার রাসেল মুনির চৌধুরী এবং ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট আরিফুল হক মানিক প্রমুখ কর্মকর্তাগণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপুলিশ সদস্য আটক, পরে ছাড়া হয় মুচলেকা নিয়ে
পরবর্তী নিবন্ধযুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার সুরক্ষা কিট বিতরণ