মেটা কমিউনিটি অ্যাক্সেলেরেটর প্রোগ্রামের অংশ হল অপরাজিতা

| শনিবার , ২৯ অক্টোবর, ২০২২ at ১১:০৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ থেকে মোট ৬টি কমিউনিটিকে গত ২০ অক্টোবর ‘মেটা কমিউনিটি অ্যাক্সেলেরেটর প্রোগ্রাম ২০২২’র একটি অংশ হিসেবে ঘোষণা করা হয়। এই প্রোগ্রামটি কমিউনিটি লিডারদের তাদের নেতৃত্বের দক্ষতা বাড়াতে এবং কমিউনিটির প্রভাবকে আরও ত্বরান্বিত করতে সাহায্য করবে।

‘অপরাজিতা’র কমিউনিটি লিডার যারিন তাসনীম জানান, তার কমিউনিটিটি টেকসই উন্নয়ন অভীষ্ট ১৫.২ নিয়ে কাজ করার জন্য নির্বাচিত হয়েছে। সবুজায়ন নিয়ে কাজ করার জন্যে অপরাজিতা কমিউনিটিকে সাসটেইনেবিলিটি এবং ক্লাইমেট ক্যাটাগরির অধীনে নির্বাচিত করা হয়েছে। অপরাজিতা গ্রুপ এই প্রাপ্তিতে ২১ অক্টোবর ঢাকায় এবং গতকাল চট্টগ্রামে গ্রুপের সকল সদস্যদের নিয়ে কেক কেটে সেলিব্রেট করে। পাশাপাশি বিনামূল্যে ১০০ ঔষধী ও ফলজ গাছ বিতরণ করে।

অপরদিকে স্কুল অফ ইঞ্জিনিয়ার্সের মতো অন্যান্য কমিউনিটিকে ‘এডুকেশন’ ক্যাটাগরির অধীনে নির্বাচন করা হয়েছে। শখ ও অবসরের অধীনে পেন্সিল এবং ফুডব্যাঙ্ক সহায়তার অধীনে কাস্টওয়ে অন দ্য মুন, অর্থনৈতিক প্রভাব এবং সমতার অধীনে ওমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট নির্বাচিত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডাউন সিন্ড্রোমে আক্রান্ত বাচ্চাদের চোখ ও দাঁত পরীক্ষা
পরবর্তী নিবন্ধঅটোরিকশা শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সভা