র্যাম্প মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিল মেঘলা মুক্তা। গণ্ডি পেরিয়ে তেলেগু সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। শিভা গণেশ পরিচালিত ‘সাকালাকালাভাল্লাবুডু’ সিনেমায় মেঘলার বিপরীতে অভিনয় করেছিলেন তানিস্ক রেড্ডি। ২০১৯ সালে ভারতে মুক্তি পেয়েছিল এটি। এবার বাংলাদেশি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন মেঘলা। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ‘পায়ের ছাপ’ সিনেমায় দেখা যাবে তাকে। এটি পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মান্নু। নারীর সংগ্রাম ও সফলতার গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি। এমনটাই জানান মেঘলা মুক্তা। ‘পায়ের ছাপ’ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের সমাজে একজন নারীর সংগ্রাম এবং সফলতার গল্প দেখা যাবে এ সিনেমায়। আমার চরিত্রের নাম মায়া। এ চরিত্রের অনেকগুলো শেড রয়েছে। ২৬ এপ্রিল আমরা সিনেমার কাজ শুরু করেছিলাম। টানা চিত্রায়ণ শেষে ৩০ মে কাজ শেষ করেছি। ‘পায়ের ছাপে’ সিনেমাটিকে নিজের অভিনয় জীবনের একটা টার্নিং পয়েন্ট বলে মনে করছেন মেঘলা মুক্তা। তার ভাষায়, একেবারে ভিন্ন একটি চরিত্রে অভিনয় করেছি। সিনেমাটিতে কাজ করার অভিজ্ঞতাও ছিল অসাধারণ। কাজ করতে গিয়ে পরিচালক-সহকর্মীসহ সবার অনেক সহযোগিতা পেয়েছি। পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন সাইফুল ইসলাম মান্নু। এতে আরও অভিনয় করেছেন মেধা, প্রাণ রায়, দীপা খন্দকার, মোমেনা চৌধুরী, সাবেরী আলম, আল মামুন, শিল্পী সরকার অপু, করভী মিজান প্রমুখ। সম্পাদনা শেষে শিগগিরই সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে।