মেঘনার ইঞ্জিন নিয়ে চলে গেছে সোনার বাংলা

স্টেশনে উত্তেজিত যাত্রীদের বিক্ষোভ ও ভাঙচুর

আজাদী প্রতিবেদন | শনিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৫২ পূর্বাহ্ণ

চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসের ইঞ্জিন নিয়ে সোনার বাংলা চলে যাওয়ায় বিকল্প ইঞ্জিন এনে মেঘনা এক্সপ্রেস ছাড়তে দুই ঘণ্টা বিলম্বের কারণে যাত্রীরা কাউন্টারের সামনে বিক্ষোভ ও ভাঙচুর করেছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম রেল স্টেশনে এই ঘটনা ঘটে। মেঘনা এক্সপ্রেসের যাত্রী মো. নাসির উদ্দিন আজাদীকে বলেন, চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসটি চট্টগ্রাম স্টেশন থেকে ছাড়ার কথা সন্ধ্যা ৬টায়। কিন্তু ট্রেনটি ছেড়েছে দুই ঘণ্টা বিলম্বে রাত ৮টায়। রেলের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন, মেঘনা এক্সপ্রেসের ইঞ্জিনটি ভুলে বিকাল ৫টায় সোনার বাংলায় লাগিয়ে দিয়েছে। ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে চলে যাওয়ার পর মেঘনা ছাড়ার আগে জানা যায় মেঘনার ইঞ্জিন সোনার বাংলায় লাগানো হয়েছে। পরবর্তীতে ফেনী থেকে আরেকটি ইঞ্জিন এনে মেঘনা এক্সপ্রেস ছাড়তে দুই ঘণ্টা বিলম্ব হয়। দুই ঘণ্টা ৬৭শ’ যাত্রী স্টেশনে বসে থাকায় অনেকে উত্তেজিত হয়ে পড়েন। এসময় কাউন্টারের সামনে এবং অনুসন্ধান কক্ষে গিয়ে তারা বিক্ষোভ ও ভাঙচুর করেন।

এই ব্যাপারে চট্টগ্রাম রেল স্টেশনে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর আমান উল্লাহ আজাদীকে বলেন, মেঘনা এক্সপ্রেস ট্রেনটি ছাড়তে কিছুটা বিলম্ব হওয়ায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রীরা স্টেশনের কিছুটা শোরগোল করেছেন। এসময় যাত্রীরা

স্টেশনের অনুসন্ধান কক্ষে গিয়ে টেবিলের উপর থাপ্পড় মেরে চিৎকারচেচামেচি করেছেন। পরবর্তীতে ট্রেনের ইঞ্জিন আসলে ট্রেনটি ছেড়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধহাসিনার বক্তব্যে ভারতের ভূমিকা নেই
পরবর্তী নিবন্ধথাই বিমানে বাংলাদেশি যাত্রীর মৃত্যু, শাহ আমানতে জরুরি অবতরণ