মেঘ কানন

নূরজাহান শিল্পী | শনিবার , ১১ জুন, ২০২২ at ৬:৫২ পূর্বাহ্ণ

রৌদ্র নিভে গেলে নক্ষত্রেরা মেখে যায়

আদিম রাত্রির ঘ্রাণ

মোহাচ্ছন্ন পৃথিবীতে নৈঃশব্দের দেয়াল

সেঁধিয়ে উঁকি দিয়ে যায় কাস্তরি চাঁদ।

আঁধার শেষে আলো আসে

আলো হারায় আঁধারে

সাতকাহনের উপাখ্যানে জীবনটা বাঁধা নোঙরে।

দূরদৃষ্টিতে থেকে যায় অদেখা কিছু

আবার কিছু সত্য পথ হারায় অচেনা বন্দরে ।

আঁধারে মন পিদিম জ্বেলে চাঁদকে

বন্ধক রেখে যাই জোছনার চিরচেনা আলোয়।

শহরের রাতজাগা তারায়

নিজেকে খুঁজে নেয়ার ব্যর্থহীন প্রয়াসে,

আমার আমি কে খুঁজে বেড়াই

এক আপেক্ষিক সূত্রের ধুম্রজালে।

আষাঢ়ি ঢল নামে নিভৃত নয়নে

জলপাই রঙ জড়িয়ে আঁচলে

সপ্তর্ষি আলো খুঁজে মেঘ কাননে।

পূর্ববর্তী নিবন্ধলীলা নাগ: স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী নারী
পরবর্তী নিবন্ধভালোবাসায় যত্ন নিতে হয়