মেক্সিকোয় পরিত্যক্ত কাভার্ডভ্যানে ১৪৮ অভিবাসনপ্রত্যাশী

| রবিবার , ২৩ জুলাই, ২০২৩ at ৬:১০ পূর্বাহ্ণ

মেক্সিকোর দক্ষিণপূর্বাঞ্চলীয় রাজ্য ভেরাক্রজের মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত কাভার্ডভ্যান থেকে ১৪৮ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। তারা সবাই যুক্তরাষ্ট্রের অভিবাসনপ্রত্যাশী ছিল। উদ্ধার অভিবাসন প্রত্যাশীদের মধ্যে ২৩ জন শিশুকিশোর। যাদের সবাই অভিভাবকহীন। মেক্সিকোর ন্যাশনাল ইনস্টিটিউট অব মাইগ্রেশনের (আইএনএম) এতথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে আইএনএম জানায়, গত শুক্রবার দক্ষিণপূর্বাঞ্চলীয় রাজ্য ভেরাক্রজের মহাসড়কের পাশ থেকে ১৪৮ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়। এসময় এলাকাটিতে প্রচণ্ড তাপামাত্রা ছিল। কাভার্ডভ্যানের ভেতর মানুষগুলোকে গাদাগাদি করে রাখা হয়েছিল। যে কাভার্ডভ্যানে অভিবাসনপ্রত্যাশীরা ছিল, সেটির চালককে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, চালক পালিয়ে গেছেন। খবর বাংলানিউজের।

পূর্ববর্তী নিবন্ধ৩৯তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ শুরু
পরবর্তী নিবন্ধবোনের শিরশ্ছেদ করে মাথা হাতে থানায় ভাই