মেক্সিকো, কানাডার ওপর ২৫% শুল্ক মার্চেই, চীনা পণ্যে আরও ১০%: ট্রাম্প

| শনিবার , ১ মার্চ, ২০২৫ at ১১:১৯ পূর্বাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি প্রতিবেশী দুই দেশ মেক্সিকো ও কানাডার ওপর যে ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছিলেন, তা আগামী ৪ মার্চ থেকে কার্যকর হতে যাচ্ছে। একই দিন থেকে চীনা পণ্যে আরও ১০ শতাংশ শুল্ক বসছে। এই তিন দেশ থেকে যুক্তরাষ্ট্রে এখনও প্রাণঘাতী মাদক ঢুকছে অভিযোগ করে তিনি এসব পদক্ষেপ নেওয়ার কথা জানান। খবর বিডিনিউজের।

ওভাল অফিসে ট্রাম্প বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ফেন্টানিল মাদক নিয়ে ৪ ফেব্রুয়ারি চীনা পণ্যে যে ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল, তার সঙ্গে নতুন এই শুল্ক যুক্ত হবে। তাতে সব মিলিয়ে চীনা পণ্যে শুল্ক দাঁড়াচ্ছে ২০%। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে প্রথম চীনের ওপর অতিরিক্ত এই ১০ শতাংশ শুল্ক আরোপের কথা জানান, যা ৪ মার্চ থেকে কার্যকর হতে যাচ্ছে, বলেছে বার্তা সংস্থা রয়টার্স। ওই পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের এখনও ‘খুবই উচ্চ ও অগ্রহণযোগ্য মাত্রায়’ মাদক ঢুকছে, যার মধ্যে সিংহভাগই প্রাণঘাতী ফেন্টানিল।

দেশে ফেন্টানিলের অবাধ প্রবেশ বন্ধে অগ্রগতি অপ্রতুল দেখে চীন, মেক্সিকো ও কানাডার ওপর এই শুল্ক আরোপ এবং মঙ্গলবার যে ডেডলাইন দেওয়া হয়েছে তাতে অটল থাকবেন বলে জানান ট্রাম্প। যুক্তরাষ্ট্রে ফেন্টানিল প্রবেশ বন্ধে প্রতিবেশী দুই দেশ পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তেমনটা দেখছি না। না, মাদকের ক্ষেত্রে নেয়নি। হোয়াইট হাউজের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, তারা মাদকের প্রবেশ ঠেকাতে তিন দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। অভিবাসন ইস্যুতে আমরা ভালো ফল পেয়েছি, কিন্তু ফেন্টানিলে মৃত্যুসহ অন্যান্য ইস্যুতে উদ্বেগ এখনও রয়েই গেছে,” বলেছেন তিনি। যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোলের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ২০২৩ সালে সিনথেটিক মাদকে মৃত্যু হয়েছে ৭২ হাজার ৭৭৬ জনের। এদের মধ্যে বেশিরভাগেরই মৃত্যুর কারণ ফেন্টানিল। এ বছরের জানুয়ারিতে মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রল কর্মকর্তারা তাদের দক্ষিণপশ্চিম সীমান্ত থেকে প্রায় ৪৫০ কেজি ফেন্টানিল জব্দ করেছে, আগের বছর একই মাসের তুলনায় এটি ৫০ দশমিক ৫ শতাংশ কম হলেও এই পরিমাণ ফেন্টানিলই লাখ লাখ মার্কিনিকে মেরে ফেলতে পারে, বলছেন হোয়াইট হাউজের ওই কর্মকর্তা। মেক্সিকো ও কানাডা থেকে আমদানি করা পণ্যে ট্রাম্পের শুল্ক এমন সময়ে কার্যকর হতে যাচ্ছে, যখন যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্য স্থগিতে তার সিদ্ধান্ত চোরাচালানের বিরুদ্ধে অনেকের লড়াইয়ে বিঘ্ন ঘটাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধনেপালে শক্তিশালী ভূমিকম্প
পরবর্তী নিবন্ধইস্তাম্বুলে রাশিয়া-যুক্তরাষ্ট্র বৈঠক আশা জাগছে পুতিনের