মেকআপ নিয়ে আলোচনা

| মঙ্গলবার , ১৬ মার্চ, ২০২১ at ১১:১৩ পূর্বাহ্ণ

মুক্তির অপেক্ষায় থাকা অনন্য মামুনের ‘মেকআপ’ চলচ্চিত্রের ট্রেইলার প্রকাশের পর ছবির সুপারস্টার শাহবাজ খানের চরিত্র নিয়ে আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিতে সুপারস্টারের ভূমিকায় অভিনয় করেছেন তারিক আনাম খান, যিনি নিজেকে ‘সুপারস্টার খান’ বলে পরিচয় দিয়েছেন ছবির ট্রেইলারে। ট্রেইলার প্রকাশের পর ছবির বেশ কয়েকটি চরিত্রে ঢাকার চলচ্চিত্র ইন্ডাস্ট্রির চরিত্র ও গল্পের ছায়া খুঁজছেন দর্শকরা। খবর বিডিনিউজের।
চলচ্চিত্র শিল্পকে ‘নেতিবাচকভাবে’ তুলে ধরার অভিযোগে ছবিটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ‘অপ্রদর্শনযোগ্য’ হিসেবে দেওয়ার পর ছবিটি ২১ মার্চ ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারে দিচ্ছেন পরিচালক। সোমবার প্রকাশিত ট্রেইলারে দেখা গেছে, সুপার স্টার শাহবাজ খানের হাত ধরে এক সাধারণ তরুণী নায়িকা বনে গেছেন। নায়িকার সঙ্গে তার প্রেমের গল্প ছড়িয়ে পড়তেই সুপারস্টারের স্ত্রী সন্তান কোলে নিয়ে তাকে বলছেন, বাচ্চার জন্য আমি সবকিছু করব। তোমার চেহারাটা দর্শকের সামনে তুলে ধরে ছাড়ব। নায়িকার চরিত্রে অভিনয় করেছেন নিপা আহমেদ রিয়েলি, শাহবাজ খানের স্ত্রীর চরিত্রে কলকাতার অভিনেত্রী পায়েল মুখার্জি। দর্শকদের কেউ কেউ ছবির গল্পে সঙ্গে ঢালিউডের তারকা জুটির ছায়া খোঁজার কথা জানালেও বিষয়টি নিয়ে পরিচালকের আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়ায় যায়নি। ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রোশান, বিশ্বজিৎ চক্রবর্তী।

পূর্ববর্তী নিবন্ধপুতুলের সংসারে ভাঙনের সুর
পরবর্তী নিবন্ধঅ্যাওয়ার্ড পেলেন বুবলী