মেইল লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু

যাত্রীদের পদচারণায় মুখর রেল স্টেশন আন্তঃনগর চলবে কাল থেকে

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৪ আগস্ট, ২০২৪ at ৭:১৫ পূর্বাহ্ণ

যাত্রীবাহী সকল মেইল, লোকাল ও কমিউটারসহ আন্তঃনগর ট্রেন চলাচল এতদিন বন্ধ থাকায় রেল স্টেশনগুলোতে ছিল সুনসান নীরবতা। গতকাল মঙ্গলবার থেকে ট্রেন চলাচল শুরু হওয়ায় নীরবতা ভেঙে সরব হয়ে উঠেছে চট্টগ্রামসহ দেশের সব রেল স্টেশন। যাত্রীদের পদচারণায় স্টেশনগুলো এখন মুখর। গতকাল থেকে সারা দেশে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে আগামীকাল ১৫ আগস্ট থেকে।

গতকাল চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকা, চাঁদপুর, নাজিরহাটসহ দেশের বিভিন্ন গন্তব্যে ৫টি মেইল, লোকাল ও কমিউটার ট্রেন ছেড়ে গেছে। এছাড়া চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে ৪টি কন্টেনার ট্রেন ঢাকা কমলাপুর আইসিডির উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং দেশের বিভিন্ন স্থানে তেলবাহী ট্রেন গেছে ৫টি। চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার মো. মনিরুজ্জামান আজাদীকে বলেন, চট্টগ্রাম স্টেশন থেকে আজ (মঙ্গলবার) দেশের বিভিন্ন গন্তব্যে ৫টি মেইললোকাল ও কমিউটার ট্রেন ছেড়ে গেছে। সকাল ৮টায় চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে সাগরিকা এঙপ্রেস, সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে কর্ণফুলী এঙপ্রেস, বিকাল ৪টা ১০ মিনিটে ছেড়ে গেছে ময়মনসিংহগামী নাসিরাবাদ এঙপ্রেস। বিকাল ৫টা ৫০ মিনিটে ছেড়ে গেছে নাজিরহাট এঙপ্রেস এবং রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে ঢাকা মেইল।

আগামীকাল ১৫ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে বলে জানান স্টেশন ম্যানেজার মো. মনিরুজ্জামান।

এদিকে গতকাল সারা দিনে সিজিপিওয়াই থেকে ৩টি কন্টেনারবাহী ট্রেন ঢাকা কমলাপুর আইসিডির উদ্দেশ্যে ছেড়ে গেছে। এছাড়া রংপুর, সিলেট এবং চট্টগ্রামের দোহাজারী ও হাটহাজারীতে ৫টি তেলবাহী ওয়াগন ছেড়ে গেছে বলে জানান চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডের দায়িত্বরত রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর এনামুল হক সিকদার।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, আজকে (মঙ্গলবার) থেকে লোকাল, মেইল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। যাত্রীদের পদচারণায় রেল স্টেশনগুলো আবার সরগরম হয়ে উঠেছে। ১৫ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হলে স্টেশনগুলো আবার আগের মতো মুখর হবে।

সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে ১৬ জুলাই ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, ফেনী ও ময়মনসিংহ, রংপুরসহ বিভিন্ন এলাকায় রেলপথ অবরোধ করা হলে তাতে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। পরের দিন ট্রেন চলাচল কিছুটা স্বাভাবিক হলে ১৮ জুলাই কমপ্লিট শাটডাউন কর্মসূচির দিন সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ১৯ জুলাই কারফিউ জারি করার পর থেকে সারা দেশে পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল। এর মধ্যে ১৩ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে কমিউটার ট্রেন চলাচল করেছিল। পরে ৪ আগস্ট রাতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল থেকে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হলো।

পূর্ববর্তী নিবন্ধসীমান্তে আর পিঠ দেখাবেন না
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা