মৃত্যুশূন্য চট্টগ্রামে নতুন শনাক্ত ৪

| বৃহস্পতিবার , ২ ডিসেম্বর, ২০২১ at ৬:০৭ পূর্বাহ্ণ

করোনায় মৃত্যুশূন্য দিনে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৪ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ০ দশমিক ৩৪ শতাংশ। খবর বাসসের।
নতুন শনাক্ত ৪ জনের মধ্যে শহরের বাসিন্দা ২ জন এবং উপজেলার ২ জন। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১ লাখ ২ হাজার ৪০২ জন। সংক্রমিতদের মধ্যে শহরের বাসিন্দা ৭৪ হাজার ৯০ ও গ্রামের ২৮ হাজার ৩১১ জন। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত কোনো রোগী মৃত্যুবরণ করেননি। ফলে জেলায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৩১ জনই রয়েছে। এর মধ্যে ৭২৩ জন শহরের ও ৬০৮ জন গ্রামের। চট্টগ্রাম জেলার করোনা পরিস্থিতি নিয়ে সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে।

পূর্ববর্তী নিবন্ধদেশে শনাক্তের হার বেড়েছে মৃত্যু ২
পরবর্তী নিবন্ধনোয়াপাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, চার দোকান ক্ষতিগ্রস্ত