মৃত্যুর ৪১ বছর পর মুক্তি পেয়েছে তার অপ্রকাশিত অ্যালবামটি

| মঙ্গলবার , ১১ অক্টোবর, ২০২২ at ৬:০৭ পূর্বাহ্ণ

বাংলাদেশের গিটার জাদুকর নয়ন হক মুন্সী। মৃত্যুর ৪১ বছর পর গত ৮ অক্টোবর মুক্তি পেয়েছে তার ঐতিহাসিক অপ্রকাশিত অ্যালবামটি। যার শিরোনাম ‘গিটার জাদুকর নয়ন হক মুন্সী’। অডিও ক্যাসেট এবং সিডি আকারে এটি প্রযোজনা ও পরিবেশনা করেছে ‘আশিক মিউজিক’। তাদের ফেসবুক পেজের মাধ্যমেই এটি পাওয়া যাচ্ছে। সংস্থাটির কর্ণধার গহর আশিক জানান, ক্যাসেটটি আমাদের কাছে ৭-৮ বছর আগে থেকেই ছিল। কিন্তু ক্যাসেট যুগ শেষ হবার কারণে রেকডের্র কাজ এবং স্পন্সরের অভাবে প্রকাশ করতে দেরি হয়েছে। অবশেষে ক্যাসেটটি প্রকাশ করতে পেরে ভালো লাগছে। পাশাপাশি সিডি আকারেও এটি আমরা নিয়ে এসেছি।
১৯৬১ সালে ঢাকার শান্তিনগরে নয়ন হক মুন্সীর জন্ম। ১৯৭৬ সালে ফোয়াদ নাসের বাবু, পিয়ারু খান, দুলালকে নিয়ে তাদের ব্যান্ড ‘অস্থির’ বিলুপ্ত করে আজম খানের ‘উচ্চারণ’ ব্যান্ডে যোগ দিয়ে তাক লাগিয়ে দেন তিনি। আজম খানের ‘আলাল আর দুলাল’, হ্যাপি আখন্দের ‘আবার এলো যে সন্ধ্যা’ ইত্যাদি গানে গিটার বাজিয়েছিলেন নয়ন মুন্সী। জানা যায়, ১৯৭৭ সালে টিভিতে একটি শো দেখে আইয়ুব বাচ্চু ইচ্ছাপোষণ করেন নয়ন মুন্সী’র মতো গিটারিস্ট হবার।

পূর্ববর্তী নিবন্ধমৌসুমীর নায়ক বাবু
পরবর্তী নিবন্ধটুইটার ছাড়লেন করণ জোহর