ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া গ্রামের সন্তান উক্যচিং মারমা।
বর্তমানে উক্যচিং মারমা ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। সে ওই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। তার পিতা বাঙ্গালহালিয়া কলেজ পাড়া এলাকার বাসিন্দা উসাইমং মারমা। তিনি রাজস্থলী উপজেলা আবাসিক উচ্চ বিদ্যালয়ে শিক্ষক।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উক্যচিং মারমার মাসি (খালা) নেলী মারমা। নেলী মারমা জানান, তার অবস্থা ভালো নয়। ডাক্তারটা চেষ্টা করছেন। তবে কি হবে বলা যাচ্ছে না। প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) বেলা ১টার পর ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।