থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে টানা বর্ষণে কয়েক বছরের মধ্যে হওয়া সবচেয়ে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। পরিস্থিতির অবনতি ঘটায় ত্রাণ ও মেডিকেল সামগ্রী পৌঁছে দিতে বিমানবাহী রণতরী প্রস্তুত করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। অঞ্চলটিতে আরো বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। খবর বিডিনিউজের।
গতকাল দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়া ওই অঞ্চলের একটি হাসপাতাল থেকে গুরুতর অসুস্থ রোগীদের সরিয়ে নিতে হেলিকপ্টার পাঠানোর পরিকল্পনা করছেন তারা।
রয়টার্স জানিয়েছে, বন্যায় থাইল্যান্ডের নয়টি প্রদেশ প্রদেশ ও প্রতিবেশী মালয়েশিয়ার আটটি প্রদেশ প্লাবিত হয়েছে। এতে উভয় দেশে বন্যাকবলিত প্রায় ৪৫ হাজার মানুষকে সরিয়ে নিতে হয়েছে। চলতি সপ্তাহে ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে অন্তত ৮ থেকে ১৩ জনের মৃত্যু হয়েছে আর একজনের মৃত্যু হয়েছে মালয়েশিয়ায়।












