আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম এবং চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউট যৌথ উদ্যোগে মৃণাল সেন জন্মশতবর্ষ রেট্রোসপেকটিভ আয়োজন করেছে। আগামী ২৮ শে জুলাই বিকেল ৪ টায় এ বিখ্যাত চলচিত্রকারের জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে।
রেস্ট্রোসপেকটিভ সেশনে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রামস্থ সহকারী ভারতীয় হাইকমিশনার ডা. রাজিব রঞ্জন। এ উপলক্ষে দুইদিন ব্যাপী চলচিত্রগুলো প্রদর্শিত হবে। ২৮ জুলাই বিকাল সাড়ে চারটায় চালচিত্র ও ৬টায় আকালের সন্ধানে এবং ২৯ জুলাই বিকাল সাড়ে ৪ টায় অন্তরীণ ও ৬ টায় আমার ভূবন চলচিত্র প্রদর্শিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।