মৃণাল কান্তি দাশ স্মরণসভা

| শনিবার , ২৩ এপ্রিল, ২০২২ at ১১:০২ পূর্বাহ্ণ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলার সভাপতি শ্যামল কুমার পালিত বলেছেন, মৃণাল কান্তি দাশ ছিলেন পরোপকারী, সদালাপী ও প্রচারবিমুখ একজন সংগঠক। গত ১৭ এপ্রিল আন্দরকিল্লাস্থ শ্রীগুরুধামে মৃণাল কান্তি দাশ সুহৃদ ফোরাম-চট্টগ্রাম আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তীর সভাপতিত্বে এবং শিক্ষক রূপক শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় স্বাগত বক্তব্য দেন, অধ্যাপক শিপুল কুমার দে। বিশেষ অতিথি ছিলেন, ঐক্য পরিষদ-চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চেয়ারম্যান অসীম কুমার দেব, সহ-সভাপতি বিপুল কান্তি দত্ত, কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, রিমন মুহুরী, অধ্যাপক মনোজ কুমার দেব, শারদাঞ্জলি ফোরামের মাস্টার অজিত কুমার শীল, বৃষ্টি বৈদ্য, সুগ্রীব মজুমদার দোলন, নিউটন সরকার, রাজীব দাশগুপ্ত ছোটন, রাজীব শীল, ডা. দেবাশীষ মজুমদার, শুভাশীষ চৌধুরী, মাস্টার শিবু দাশ, ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক।

আলোচনায় অংশ নেন রূপন মহাজন, অধ্যাপক অপর্ণা বিশ্বাস, জয়া বল তপু, বিজন পাল, ঊষা আচার্য্য প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএস.এম. নুরুল হক রিমা ট্রাস্টের চেয়ারম্যান পুনঃ নির্বাচিত
পরবর্তী নিবন্ধআ. লীগের দুর্দিনের কাণ্ডারী ছিলেন শফিউল আলম