মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে

মাহবুবুল আলম

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৬ অক্টোবর, ২০২১ at ৫:৫৬ পূর্বাহ্ণ

ডলারের ব্যাপক মূল্যবৃদ্ধিতে নিজের উদ্বেগের কথা উল্লেখ করে চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম দেশের অর্থনীতির স্বার্থে টাকার বিপরীতে ডলারের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মুদ্রাবাজারে টাকার বিপরীতে মার্কিন ডলারের মূল্য বৃদ্ধি দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। দেশের ক্রমবর্ধমান অথনৈতিক প্রবৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে শিল্পের কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতিসহ সব ধরনের পণ্যের আমদানি বেড়েছে। এতে ডলারের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। অপরদিকে রেমিট্যান্স কমেছে। যা সংকট আরো প্রকট করছে।
তিনি বলেন, ডলারের হঠাৎ মূল্যবৃদ্ধিতে আমদানিকৃত ভোগ্যপণ্য, মূলধনী যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামালের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তাগণ আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়ছে। মুলত: এই ক্ষতির শিকার হতে হবে দেশের সাধারণ মানুষকে। ডলারের মূল্যবৃদ্ধির এই প্রভাব মহামারী কবলিত অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। তিনি বলেন, এই সংকট দেশের করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে।
ইউরোপ, আমেরিকাসহ পৃথিবীর বিভিন্ন দেশে করোনা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। বাংলাদেশেও উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে মন্তব্য করে চেম্বার সভাপতি বলেন, পরিস্থিতি খুবই ভয়াবহ। এই সংকট উত্তরণে বড় ধরনের উদ্যোগ গ্রহণের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধআমদানি বাণিজ্যে বড় ধরনের সংকট সৃষ্টি হচ্ছে
পরবর্তী নিবন্ধসার্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে