মূল্য তালিকা প্রদর্শন না করায় পাঁচ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৩ মার্চ, ২০২২ at ৮:২৬ অপরাহ্ণ

মূল্য তালিকা প্রদর্শন না করায় নগরের ষোলশহরস্থ কর্ণফুলী কমপ্লেক্স বাজারের পাঁচ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ছয় হাজার টাকা জরিমানাও আদায় করা হয়।

আজ বুধবার (২৩ মার্চ) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

অভিযানে বাজারে দ্রব্যমূল্য মনিটরিং ও মূল্যতালিকা যাচাই-বাছাই করা হয় বলে জানান মারুফা বেগম নেলী।

এদিকে, আজ চসিক-এর নিরাপদ খাদ্য পরিদর্শকের দায়েরকৃত মামলায় কোতোয়ালীর ‘ইজি মালঞ্চ’ খাবারের দোকান মালিককে ১২ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের আদালত।

পূর্ববর্তী নিবন্ধবাথরুমের দরজার পাশে পড়ে ছিল গৃহবধূর নিথর দেহ
পরবর্তী নিবন্ধপরিবারের অজান্তে পুকুরে ডুবে মারা গেল শিশুটি