মূল্য তালিকা না থাকায় সবজি দোকানিকে দুই হাজার টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | বুধবার , ২০ সেপ্টেম্বর, ২০২৩ at ৪:৩৭ পূর্বাহ্ণ

নগরীর চকবাজারে সবজির দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। গতকাল দুপুরে চলা এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার।

তিনি জানান, চকবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ইকবালের সবজি দোকানকে ১ হাজার টাকা এবং আলমগীরের সবজির দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর আগে ডেঙ্গুর প্রকোপ বাড়ার পর থেকে চট্টগ্রামে ডিএনএস (ডেক্সট্রোজ নরমাল স্যালাইন) স্যালাইনের কৃত্রিম সংকটের অভিযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনের ফার্মেসিগুলোতে যৌথ অভিযান চালায় বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং ওষুধ প্রশাসন অধিদপ্তর। তবে অভিযানে কোনো ধরণের অনিয়ম পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধব্যক্তির করের বোঝা কমাতে করজালের আওতা বৃদ্ধির কৌশল নিয়েছি
পরবর্তী নিবন্ধঅক্টোবরে ইলিশ ধরা বন্ধ থাকবে ২২ দিন