ভোগ্যপণ্যের বৃহৎ পাইকারী বাজার খাতুনগঞ্জে মূল্য তালিকা না টাঙানোর দায়ে মিতালী ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বেশি দামে আদা বিক্রির দায়ে মেসার্স আল নুর করপোরেশন নামের অপর একটি প্রতিষ্ঠান সাময়িক সিলগালা করে দেয়া হয়। গতকাল বেলা ১১টা থেকে চলা এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ–পরিচালক ফয়েজ উল্যাহ। পরবর্তীতে বিকেলে ২২৫ টাকার পরিবর্তে প্রতি কেজি আদা ১৮০ টাকায় বিক্রির প্রতিশ্রুতি দিলে আল নুর করপোরেশন নামের প্রতিষ্ঠানটি খুলে দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম।
উপ–পরিচালক ফয়েজ উল্যাহ জানান, অভিযানে আল নূর করপোরেশন নামে একটি প্রতিষ্ঠানের আদার কাগজপত্রে আমরা সমস্যা পেয়েছি। আমরা এগুলো খতিয়ে দেখতে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করে দিয়েছি। পরে এ আড়তের মালিক বেলা ১১টা থেকে আমাদের উপস্থিতিতে ১৪ টন আদা ১৮০ টাকা কেজি দরে বিক্রির ঘোষণা দিয়েছেন। তাই সিল খুলে দেওয়া হয়েছে। এছাড়া মেসার্স মিতালি ট্রেডার্সকে আদার মূল্য তালিকায় না লিখে থাইল্যান্ডের আদা প্রতি কেজি ২৩৫–২৪০ টাকায় বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাত করার দায়ে সিটি ফুড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা এবং একই অপরাধে হোটেল নুরে আজমির নামের অপর একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।