নগরীর পাহাড়তলী রেলওয়ে বাজার এলাকায় মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় রসিদ না রাখা ও মূল্য কারচুপির দায়ে দুই প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। গতকাল চলা অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় রসিদ না রাখা ও মূল্য কারচুপির অপরাধে মেসার্স মীম এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা এবং মেসার্স শফি ট্রেডার্সকে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ৪ হাজার টাকাসহ দুই প্রতিষ্ঠানে মোট ৯ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান অধিপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ।