মুহিব্বীন এ আহলে বায়েত ফাউন্ডেশনের আলোচনা সভা

| শুক্রবার , ১৭ জানুয়ারি, ২০২৫ at ৬:৩২ পূর্বাহ্ণ

আমিরুল মু’মেনিন সাইয়েদেনা আলী ইবনে আবু তালিব (🙂 স্মরণে মুহিব্বীন এ আহলে বায়েত ফাউন্ডেশনের উদ্যোগে গত মঙ্গলবার রাতে কদম মোবারক চট্টগ্রাম একাডেমি হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সৈয়দ আলী মাকারিম আল খোরাসানী।

আলোচনার মধ্যে আমিরুল মু’মেনিন সাইয়েদেনা আলী (🙂 এর গৌরবময় ব্যক্তিত্বের আদর্শে ইসলামী আদর্শে দাঙ্গা হাঙ্গামাবিহীন হৈচৈ মুক্ত ঐক্যমতের একটি সুন্দর পরিস্থিতি কায়েম করার আহ্বান জানান বক্তারা। বক্তারা বলেন, দেশের সার্বিক স্থিতিশীলতার মধ্যে আহলে বায়েত (.) এর অশেষ ধৈর্য্যের উদহারণ দিয়ে আমাদেরকে ধৈর্য্যশীল হতে হবে। এতে সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী খান তাঁর বক্তব্যে পূতঃপবিত্র আহলে বায়েতের জীবনাদর্শের অপরিসীম গুরুত্বের প্রতি আমাদের স্বজাগ হওয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, চালক আহত
পরবর্তী নিবন্ধবাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ