মুসল্লিদের মাঝে সুজনের খেজুর ও শরবত বিতরণ

| শনিবার , ২২ জুলাই, ২০২৩ at ৮:৪৮ পূর্বাহ্ণ

হিজরি নববর্ষকে স্বাগত জানিয়ে মুসল্লিদের মাঝে খেজুর ও শরবত বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক এবং সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল শুক্রবার জুমার নামাজের পূর্বে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ও জুমার নামাজের পরে হযরত মঈনউদ্দিন শাহ (রঃ) মসজিদে আগত মুসল্লিদের মাঝে খেজুর ও শরবত বিতরণ করেন তিনি। এ সময় সুজন বলেন, বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) এর হিজরতের ঘটনাকে কেন্দ্র করেই হিজরি সনের শুভ সূচনা হয়েছিল। তাই মুসলমানদের জন্য হিজরি নববর্ষ সর্বাধিক গুরুত্বপূর্ণ। ইসলামের প্রচার, প্রসার ও বিজয়কেতন উড্ডীয়নে হিজরি সনের গুরুত্ব ও তাৎপর্য অত্যধিক। ইসলামের পঞ্চম স্তম্ভের দুটি গুরুত্বপূর্ণ স্তম্ভ রোজা ও হজ পালন করতে হয় হিজরি তারিখ তথা চাঁদের হিসাবের ওপর। তাছাড়া দুই ঈদ, লাইলাতুল কদর ও লাইলাতুল বরাতসহ ইসলামের বিভিন্ন বিধিবিধান হিজরি সনের ওপর নির্ভরশীল। হিজরি বছরের প্রথম মাস মহরম এবং শেষ মাস জিলহজ অনেক ফজিলত ও মর্যাদার মাস। নতুন প্রজন্মকে হজরত রাসুলুল্লাহ (সা.) এর হিজরতের প্রেক্ষাপটকে স্মরণার্থে হিজরি নববর্ষ পালন করে ইসলামের ইতিহাস তথা সংস্কৃতিকে তুলে ধরার আহবান জানান খোরশেদ আলম সুজন। এতে দোয়া ও মোনাজাত করেন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আহমদুল হক। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী মো. ইলিয়াছ, আব্দুর রহমান মিয়া, জহির উদ্দিন মো. বাবর, মো. নাজিম উদ্দিন, নুরুল কবির, মোরশেদ আলম, আলমগীর হোসেন, এস এম ইমরান হাসান আহাম্মেদ ইমু, প্রকৌশলী মিজানুর রহমান জনি, মোহাম্মদ আরাফাত রুবেল, হাসান হাবিব সেতু, শাহনেওয়াজ আশরাফী, হোসেন চৌধুরী সাদ্দাম, শহীদুল ইসলাম শহীদ, ফরহাদ বিন জামান শুভ, আশিষ সরকার নয়ন, মোহাম্মদ তাসিন, মনিরুল হক মুন্না প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচীন বাংলাদেশের সত্যিকারের বন্ধু : রাষ্ট্রদূত
পরবর্তী নিবন্ধডা. আফছারুল আমীনের সৎকর্ম অনুসরণ করলেই নতুন প্রজন্ম লাভবান হবে