মুসলিম সভ্যতার পুনর্জাগরণে বিশ্ব মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে

হিফজুল হাদিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণে আনোয়ার হোসেন

| মঙ্গলবার , ৫ নভেম্বর, ২০২৪ at ৯:৪৭ পূর্বাহ্ণ

আন্‌জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বিপন্ন মুসলিম সভ্যতার পুনর্জাগরণে বিশ্বমুসলমানকে এক কাতারে আসতে হবে। বিশ্বমুসলমান আজ বহুদলে বিভক্ত। বিশ্বমানবতার সেবক নবী মোস্তফার (.) আদর্শ থেকে আমরা অনেক দূর সরে এসেছি। তিনি আরো বলেন, ইসলামের সূচনালগ্ন থেকে মুসলিমরা আত্মপরিশুদ্ধির চর্চা করে আসছে। ঈমানআমলে বিশুদ্ধতা আনতে আমাদের জন্য আত্মপরিশুদ্ধের চর্চা অবশ্য করণীয়। তিনি গত ৩ নভেম্বর আলমগীর খানকায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ‘দরসে মিশকাত’ এর ব্যবস্থাপনায় তৃতীয়বারের মতো হিফজুল হাদিস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দরসে মিশকাত এর তত্ত্বাবধায়ক হাফেজ মোহাম্মদ ওসমান গনির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আন্‌জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ মুহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদরাসার উপাধ্যক্ষ ড. মুহাম্মদ আব্দুল হালিম আল কাদেরী, রাঙ্গুনিয়া সরকারী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মাবুদ, চবি সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ মুরশেদুল হক, আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি গোলাম মুহাম্মদ মহিউদ্দিন, গহিরা এফ.কে জামেউল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মুহাম্মদ সরওয়ার উদ্দীন আলকাদেরী, ব্যাংকার মুহাম্মদ আব্দুল আজিম, মাওলানা মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ আল আজহারী, হাফেজ মুহাম্মদ আহমদুল হক্ব আলকাদেরী, মুহাম্মদ আব্দুল জব্বার প্রমুখ। শেষে দেশের কল্যাণে মুনাজাত করেন হাফেজ মুহাম্মদ ওসমান গণী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাশ্রয়ী মূল্যে পণ্য কিনে তৃপ্তির হাসি
পরবর্তী নিবন্ধ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্য পুনঃস্থাপিত করতে হবে