মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রী যথেষ্ট আন্তরিক

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কার্যালয়ে ব্রুনাইয়ের হাই কমিশনার

| বুধবার , ৮ জুন, ২০২২ at ১১:৩৭ পূর্বাহ্ণ

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের মহাসচিব মাওলানা মোহাম্মদ আবেদ আলী ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সাক্ষাত করেন বাংলাদেশস্থ ব্রুনাই হাইকমিশনার হাজী হারিস বিন উসমান।

এ সময় হাই কমিশনার বলেন, বাংলাদেশে কূটনৈতিক হিসেবে দায়িত্ব পালন অবস্থায় সরকার ও এ দেশের মানুষের আন্তরিকতা, ভালোবাসা স্মরণীয়। কূটনৈতিক সম্পর্কের অগ্রগতি ও মুসলিম বিশ্বের সাথে ধর্মীয় সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রী যথেষ্ট আন্তরিক। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল এবং দক্ষিণ এশিয়ার জন্য অনুকরণীয় দেশ। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সহ-সভাপতি মিজানুর রহমান মজুমদার।

এ সময় উপস্থিত ছিলেন বুয়েট প্রো-ভিসি অধ্যাপক ড. আব্দুল জব্বার খান, কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক ডা. মাসুদ হাসেমী, পরিচালক ড. মুহম্মদ মাসুম চৌধুরী, ইসলামী গবেষক মুফতি মাসউদ রিজভী, মো. ইকবাল হোসেন, ডা. মাহাবুব হাফিজ, মো. ইকবাল বাহার, ঢাকা মহানগর উত্তর কমিটির সহ-সভাপতি ড. আজাদুল হক, সাধারণ সম্পাদক মোশাররেফ হোসেইন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅগ্নিদগ্ধদের পাশে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন
পরবর্তী নিবন্ধটেকনাফে অপহৃত স্থানীয় যুবক উদ্ধার দুই রোহিঙ্গা আটক