বিশ্ব সুন্নী আন্দোলন : পটিয়া প্রতিনিধি জানান, ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধসহ পবিত্র আল আকসা মসজিদ উদ্ধারের দাবি জানিয়েছে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, পটিয়া উপজেলা শাখা। শনিবার পটিয়া থানার মোড়ের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ইমাম হায়াতের নির্দেশেনায় মানবন্ধনে সভাপতিত্ব করনে সংগঠনের নেতা মাওলানা খোরশেদুল ইসলাম মোরশেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল্লামা আবু আরেফ সারতাজ। সঞ্চালনা করেন ওবাইদুল হক পিবলু। বক্তব্য রাখেন আল্লামা হাফেজ ক্বারী ইলিয়াস শাহ, আল্লামা শেখ নঈম উদ্দীন, মফিজুর রহমান, আল্লামা মুফতি রেজাউল কায়সার, নজিবুল কবির রাহগির, মাওলানা নজরুল ইসলাম, কুতুব উদ্দীন, আবুল কালাম, নাসিফ নেজাম, কায়েস ফারুকী, তৌকির আহমেদ, আব্দুল মালেক, মীর সুজন, আবু কায়সার, সাংবাদিক মোরশেদ আলম, মহিলা নেত্রী, শাহিন আকতার, কাউসার ফারবিন ববি, জিনু আকতার, উম্মে হাবিবা প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, অবৈধ ইসরায়েলি রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্ব মানবতাকে ঐক্যবদ্ধ হতে হবে।
গাউসিয়া কমিটি বরমা শাখা : গাউসিয়া কমিটি বাংলাদেশ বরমা ইউনিয়ন শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান গত শনিবার গাউসিয়া কমিটি বাংলাদেশ বরমা ইউনিয়ন শাখার সভাপতি ফোরকান সওদাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস আলম’র পরিচালনায় একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরমা ইউনিয়ন শাখার সহ-সভাপতি আব্দুল মান্নান চৌধুরী, সহ-সভাপতি আব্দুল মতিন, জাবেদ গউস মিল্টন, জাহাঙ্গীর আলম, সরওয়ার কামাল, মাওলানা ওসমান গণী, মিজানুর রহমান হাসান, মাওলানা মাহবুব আলম ও আবু সাঈদ আসিফ।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন : ফিলিস্তিনের জনগণের উপর ইসরায়লের বর্বরোচিত হামলা ও আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন করেছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগ। গতকাল রোববার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও সাবেক সভাপতি প্রফেসর ড. কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলিউর রহমান, জননেত্রী শেখ হাসিনা পরিষদের চট্টগ্রাম মহানগরের সভাপতি মো. হাবিব উল্লাহ ও সাধারণ সম্পাদক জাফর ইকবাল।
সাংবাদিক আবছার উদ্দিন অলির সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি এস এম আজিজ, সামাজিক সংগঠন প্রয়াসের সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুন, প্রিয় বাংলাদেশের উপদেষ্টামণ্ডলীর সদস্য লায়ন আব্দুল মান্নান, সংবাদপত্র কম্পিউটার্স অ্যাসেসিয়েশন-চট্টগ্রাম এর সভাপতি হারুন অর রশিদ, সংগঠনের সিনিয়র যুগ্ম সম্পাদক শাহেদ খান আরজু, যুগ্ম সম্পাদক লায়ন আনোয়ারুল আজিম চৌধুরী, ফয়জুল আলম প্রিন্স, সালমা বেগম, অ্যাড. প্রতাপ পাল, মোহাম্মদ শাহ্ আলম, অরূপ বড়ুয়া, সাংবাদিক মোহাম্মদ আলী, আবু বক্কর, ওসমান আবেদী, মো. আলী, মোজাম্মেল হোসেন রাজধন, খন্দকার আশরাফ, কবির মোহাম্মদ প্রমুখ।