মুসলিম বিদ্বেষ আজকাল ফ্যাশন হয়ে গেছে : নাসিরুদ্দিন শাহ

| মঙ্গলবার , ৩০ মে, ২০২৩ at ৫:৪৭ পূর্বাহ্ণ

সিনেমার মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে মাঝে মাঝেই প্রশ্নবিদ্ধ হয় বলিউড। গত বছর মুক্তি পাওয়া ‘দ্য কাশ্মীর ফাইলস’ কিংবা কিছু দিন আগের ‘দ্য কেরালা স্টোরি’ ছবিগুলো এর তাজা উদাহরণ। বিতর্কসমালোচনার পরও ধর্মীয় আবেগ পুঁজি করে ছবিগুলো মোটা অংকের আয় করে নিয়েছে। অনেকের দাবি, এসব ছবির মাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে ধর্মীয় বিদ্বেষ তৈরি করা হচ্ছে। যা সিনেমা ইন্ডাস্ট্রি তো বটে, ভারতের জন্যই উদ্বেগজনক। বিষয়টি নিয়ে নিজের অভিমত জানালেন বলিউডের কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহ। তার মতে, এটা অবশ্যই উদ্বেগের সময়। এসব নিরেট ছদ্মবেশী প্রোপাগান্ডা মানুষ গোগ্রাসে গিলছে এবং এটা এই সময়েরই প্রতিফলন। মুসলিম বিদ্বেষ আজকাল ফ্যাশন হয়ে গেছে, এমনকি শিক্ষিত মানুষেরাও এটা করছে। আসলে ক্ষমতাসীন দল খুব চালাকির সঙ্গে এটা মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ক্ষোভের সুরে নাসিরুদ্দিন শাহ প্রশ্ন তুললেন, আমরা ধর্মনিরপেক্ষতার কথা বলি, গণতন্ত্রের কথা বলি, তাহলে সব কিছুর মধ্যে ধর্ম টেনে আনছি কেন?

পূর্ববর্তী নিবন্ধদেশকে স্বাবলম্বী করার জন্য পাটখাত নিয়ে ভাবতে হবে
পরবর্তী নিবন্ধআজ অঙ্গনের বাতিলের ঘরবসতি শিল্পকলায়