মুসলিম এডুকেশন সোসাইটিকে দখলদার মুক্ত করার দাবিতে সভা

| রবিবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৪ at ১১:২৫ পূর্বাহ্ণ

মুসলিম এডুকেশন সোসাইটি অবৈধ দখলদার মুক্ত করে প্রতিষ্ঠানের হারানো গৌরব পুনরুদ্ধার করার লক্ষ্যে সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর কাজী শাহাদাত হোসেনের সভাপতিত্বে আজীবন সদস্যদের এক জরুরী সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে অবৈধ দখলদারদের নিকট থেকে মুসলিম এডুকেশন সোসাইটিকে পুনরুদ্ধার করে সোসাইটির হারানো গৌরব ফিরিয়ে আনার সিদ্ধান্ত গৃহীত হয়। সারা দেশে অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে যে সংস্কারের অগ্রযাত্রা শুরু হয়েছে তারই ধারাবাহিকতায় মুসলিম এডুকেশন সোসাইটির অপকর্মে লিপ্ত অবৈধ কমিটিকে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উপকমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত ছিলেন লায়ন নজমুল হক চৌধুরী, মোহাম্মদ শফি, অ্যাডভোকেট আব্দুল খালেক শাহাজাহান, অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান, জিয়াউদ্দিন খালেদ চৌধুরী, মহিউদ্দিন শাহ আলম নিপু, আহমেদউল আলম চৌধুরী রাসেল, অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, শামসুজ্জামান হেলালী, ডা. পারভেজ ইকবাল শরীফ, অধ্যক্ষ মাওলানা মিয়া মোহাম্মদ হোসাইন শরীফ, ডা. মোহাম্মদ শাহ আলম, অ্যাডভোকেট এস.এম ইকবাল চৌধুরী, অ্যাডভোকেট মাহমুদ উল আলম চৌধুরী মারুফ, আশরাফ উদ্দিন মোহাম্মদ জুবায়ের, মোহাম্মদ আবুল বশর, মোহাম্মদ আব্দুল হাকিম, আবুল হোসেন, সলিম উল্লাহ জামান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘শরৎ সন্ধ্যায় কবিতার শুভ্রতায়’ শীর্ষক নীলকলমের আয়োজনে মুগ্ধ দর্শক
পরবর্তী নিবন্ধজুনিয়র চেম্বারের কাগজ ও প্লাস্টিকহীন ৩য় সাধারণ সদস্য সভা