জিম্বাবুয়ে সফরে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে নেই আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। সাকিব আল হাসান পুরো সফর থেকেই ছুটি নিয়েছেন। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য অধিনায়ক করা হয়েছে নুরুল হাসান সোহানকে। অনেকেই ভাবছেন, এই সিরিজ দিয়েই নতুন যাত্রা শুরু করেছে বাংলাদেশের টি-টোয়েন্টি দল।
হয়তো টি-টোয়েন্টিতে এখানেই থামতে হচ্ছে মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদকে। কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন ভিন্ন কথা। তার মতে এখনও বাদ পড়েননি কেউ। আইসিসি সভাশেষে দেশে ফিরে গতকাল রোববার পাপন বলেছেন, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে পরীক্ষা নীরিক্ষা করা হবে তা আগেই ঠিক করা ছিল। এখন সাকিব তো এই দলে নেই। সে বিশ্বকাপ খেলবে। এখানে আরও সিনিয়র ক্রিকেটার আছে। মুশফিক আছে, রিয়াদ আছে। কাউকেই বাদ দেওয়া হয়নি।
সোহানকেও ঠিকঠাক মনে হচ্ছে পাপনের। এখন পর্যন্ত তো মনে হচ্ছে সোহান ভালো। আমাদের টি-টোয়েন্টির জন্য তাকে ফিট মনে হচ্ছে। কিন্তু এটা একটা-দুটো খেলা দেখে বোঝা যাবে না। যখন সবাই যোগ দেবে তখন সে সেরা একাদশে থাকবে কি না আমরা কিন্তু জানি না । প্রথম ম্যাচে দল ব্যাটিং খারাপ করেনি বলে মনে করেন বিসিবি সভাপতি। তিনি বলেন আমরাতো পরিবর্তণ এনেছি ব্যাটিংয়ে। বোলার তো সব পুরানো। ওরা এত রান করল কীভাবে। এত বাজে বল করলাম কীভাবে সেটাই তো আসল কথা। এটাই দেখার বিষয়।