সময়ের জনপ্রিয় তরুণ নাট্যনির্মাতা মাবরুর রশীদ বান্নাহ। ঈদুল আজহা উপলক্ষে বেশ কটি নাটক নির্মাণ করেছেন তিনি। গত শনিবার ইউটিউবে মুক্তি পেয়েছে তার নির্মিত একক নাটক ‘সুইপার ম্যান’। পরিচালনার পাশাপাশি এ নাটকের গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন বান্নাহ।
এ নাটকে একজন সুইপারের চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা মুশফিক আর ফারহান। এছাড়াও রয়েছেন ফজলুর রহমান বাবু, পারসা ইভানা, আফরিন আনিস রহমান প্রমুখ। নাটকটি মুক্তির দুই দিনের মধ্যে দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছে। দুই দিন না পেরুতেই ভিউ দাঁড়িয়েছে প্রায় পাঁচ লাখ।
নাট্যপ্রেমীরাও নাটকের গল্প, অভিনয়শিল্পীদের অভিনয়ের ভূয়সী প্রশংসা করছেন। সুজন হোসেন লিখেছেন সত্যি ভাষা হারিয়ে ফেলেছি, ওনার নাটক যত দেখছি তত মুগ্ধ হচ্ছি। অনেক দর্শক মনে করছেন এই নাটকের মাধ্যমে মানুষের চিন্তার পরিবর্তন আসবে। এ বিষয়ে নকুল সরকার লিখেছেন, অসাধারণ! ঘুনে ধরা চিন্তা-চেতনার অনেক পরিবর্তন হবে এই নাটকের মাধ্যমে।