মুশফিক আর কিপিং করতে চান না টি-টোয়েন্টিতে

| সোমবার , ৬ সেপ্টেম্বর, ২০২১ at ১১:১২ পূর্বাহ্ণ

মুশফিকুর রহিম টি-টোয়েন্টিতে আর কিপিং করতে চাইছেন না। তাই পরিবর্তন এসেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তেও। বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটে মুশফিক আর কিপিং করতে ইচ্ছুক নন। কিপিং নিয়ে তাই আপাতত দলের পরিকল্পনায় নুরুল হাসান সোহান ও লিটন দাস। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে রোববার সোহান কিপিং গ্লাভস হাতে মাঠে নামার পরই নানা প্রশ্ন ও গুঞ্জনের শুরু। সিরিজ শুরুর আগের সিদ্ধান্ত অনুযায়ী তৃতীয় ও চতুর্থ ম্যাচে কিপিং করার কথা তো মুশফিকের। ম্যাচের পর মুশফিকের কিপিং না করার কারণ ব্যাখ্যা করলেন রাসেল ডমিঙ্গো। ‘এখানে একটু বদল এসেছে। প্রাথমিকভাবে মুশফিকের সঙ্গে আমি কথা বলেছিলাম, দ্বিতীয় ম্যাচের পর ওর কিপিং করার কথা ছিল। কিন্তু মুশফিক আমাকে বলেছে, সে সম্ভবত টি-টোয়েন্টিতে আর কিপিং করতে চায় না। আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমার মনে হয় না, মুশফিকের আর এই সংস্করণে কিপিং করার প্রবল ইচ্ছা আছে। তাই সোহান ও সম্ভব লিটনের দিকেই এই দায়িত্ব পালনের জন্য মনোযোগ দিতে হবে এই সিরিজে।’

পূর্ববর্তী নিবন্ধব্রাদার্স ইউনিয়নের সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধসীতাকুন্ডে মিনি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন