চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতায় এসে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। বাকস্বাধীনতা হরণ করেছে। সরকারের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া প্রতিটি কন্ঠকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় গণমাধ্যমের স্বরকে নিস্তব্ধ করার জন্যই একের পর এক কালো আইন প্রণয়ন করেছে। বাকশালী শাসনকে চিরস্থায়ী রূপ দেয়ার উদ্দেশ্যে তারা বিরোধী মতকে দমন করছে। ডিজিটাল নিরাপত্তা আইন করে দেশের সংবিধান স্বীকৃত স্বাধীন মত প্রকাশের অধিকারকে ভূলুন্ঠিত করেছে। কারাগারে সাংবাদিক মুশতাকের মৃত্যু ও কার্টুনিস্ট কিশোরকে নির্যাতন স্বাধীন মত প্রকাশের ওপর চরম আঘাত। অবিলম্বে এই আইন বাতিল করতে হবে। গতকাল শনিবার বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় মাঠে মহানগর স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রঘোষিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, দেশে এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের মানুষের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা নেই। আজকে কেউ কথা বলতে পারে না, কেউ লিখতে পারে না। এরা এখন সম্পূর্ণভাবে একটি কর্তৃত্ববাদী সরকারে পরিণত হয়েছে।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর পরিচালনায় আরও বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি হারুন আল রশিদ, মঈনুদ্দিন রাশেদ, এম এ সালাম, হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিঃ যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান, যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ, সিরাজুল ইসলাম ভূঁইয়া, জহিরুল হক টুটুল, আবু বক্কর রাজু, আনোয়ার হোসেন এরশাদ, আব্দুল হাই, সাজ্জাদ হোসেন, আব্দুল মান্নান আলমগীর, মনির হোসেন, শাহাদাত হোসেন সোহাগ, ইমরান চৌধুরী বাবলু, এমদাদুল হক স্বপন, মোখলেছুর রহমান, আব্দুল মান্নান, মো. হাসান, নিজাম উদ্দিন বুলু, রাসেল খান, মফিজ উদ্দিন সুমন, মো. লিটন, মো. হিমেল, ইকবাল হোসেন রুবেল, মো. সুমন, শাহজাহান বাদশা, লুৎফর রহমান জুয়েল, নুর আলম, কামরুল ইসলাম, জহিরুল ইসলাম, রাশেদ পাটোয়ারী, মো. জাহিদুল ইসলাম, মো. বাকের, মো. পারভেজ, জাকির হোসেন মিশু, মো. সোহেল, শফিকুর রহমান রানা, মেহেদী হাসান, সাজ্জাদ হোসেন খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।