আগাম শীতকালীন সবজি উৎপাদনের জন্য ইতোমধ্যে পরিচিতি অর্জন করেছে চন্দনাইশ–সাতকানিয়ার মধ্যদিয়ে প্রবাহিত খরশ্রোতা শঙ্খনদের চর। শঙ্খ তীরবর্তী চন্দনাইশের দোহাজারী পৌরসভা, ধোপাছড়ি, বরমা, বৈলতলী; সাতকানিয়ার কালিয়াইশ, ধর্মপুর, বাজালিয়া, পুরানগড়, খাগরিয়া ইউনিয়নে প্রচুর পরিমাণে শীতকালীন সবজির চাষ হয়। জানা যায়, শঙ্খ তীরে মুলা, বেগুন, শিম, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, লাউ, মরিচ, করলা, বরবটিসহ বিভিন্ন ধরনের শীতকালীন সবজির চাষ হয়। এই চর থেকে বর্তমানে প্রচুর পরিমাণে মুলা বাজারে আসছে। পাশাপাশি বরবটিও আসছে বাজারে। এছাড়া সম্প্রতি ফুলকপি, বাঁধাকপিসহ অন্যান্য শীতকালীন সবজির চারা উৎপাদন ও চারা রোপণ করছেন চাষিরা। কৃষকরা জানান, ১০ থেকে ১২ দিন আগে প্রতি বার মুলা (প্রায় ৯০ কেজি) ২ হাজার থেকে আড়াই হাজার টাকায় বিক্রি হলেও বর্তমানে প্রতি বার মুলা ১ হাজার থেকে ১২শ টাকায় বিক্রি হচ্ছে। শঙ্খচরের কৃষকরা প্রতিদিন বিকেল থেকে রাত অবধি ক্ষেত থেকে মুলা তুলে শঙ্খনদের তীরে এনে সংরক্ষণ করেন। পরদিন ভোরের আলো ফুটতেই শঙ্খের জলে ধুয়ে পরিষ্কার করেন। পরে নৌকা করে নিয়ে যান দোহাজারী রেলওয়ে স্টেশন ময়দানে।
শঙ্খচরের মুলা স্বাদে ও পুষ্টিতে অতুলনীয় হওয়ায় সারা দেশব্যাপী এর চাহিদা রয়েছে। ফলে পাইকারী ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে মুলাসহ অন্যান্য সবজি ক্রয় করে নিয়ে যান দেশের প্রত্যন্ত অঞ্চলে।