মুরুব্বিরা আমির বানাইয়া দিছে – বাবুনগরী

| সোমবার , ১৬ নভেম্বর, ২০২০ at ৯:২৭ পূর্বাহ্ণ

হেফাজতে ইসলামের নতুন আমির জুনাইদ বাবুনগরী বলেছেন, তার অনিচ্ছা থাকলেও সংগঠনের শীর্ষ নেতাদের অনুরোধে পদটি নিতে হয়েছে তাকে। প্রয়াত আমির শাহ আহমদ শফীর অনুসারীদের বিরোধিতার মধ্যে গতকাল রোববার হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত হেফাজতের সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এরপর মাদ্রাসা প্রাঙ্গণে সাংবাদিকদের সামনে এসে জুনাইদ বাবুনগরী বলেন, আমাকে আমির না করার জন্য আমি বলেছি। তারপরেও এই মুরুব্বিরা আমির বানাইয়া দিছে। তিনি বলেন, আমি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আদায় করতে পারার জন্য আপনারা দোয়া করবেন। আমার জন্য দোয়া করবেন। আমার কমিটির ওলামায়ে কেরামদের জন্য দোয়া করবেন। খবর বিডিনিউজের।
হেফাজতে নতুন দায়িত্ব নেওয়ার পরপরই আহমদিয়াদের অমুসলিম ঘোষণার পুরনো দাবি নতুন করে তোলেন জুনাইদ বাবুনগরী ও মহাসচিব নূর হোসাইন কাসেমী। জুনাইদ বাবুনগরী বলেন, ইসলামবিরোধী যত অপশক্তি আছে, তাদের নির্মূল করার জন্য, কাদিয়ানীকে নির্মূল করার জন্য, নাস্তিক মুরতাদদের নির্মূল করার জন্য এবং যারা আমার নবী মোহাম্মদের (সা.) এর শত্রু, নবীকে নিয় কটাক্ষ করে, কটূক্তি করে, তাদের কবর রচনা করার জন্য এবং…, এ সমস্ত ইসলামের পক্ষের কাজ করার জন্য প্রয়োজনে রক্ত দেওয়ার জন্য যদি আপনাদের ডাক দেওয়া হয়, আপনারা আসবেননি ইনশাল্লাহ?
নূর হোসাইন কাসেমী বলেন, কাদিয়ানী সমপ্রদায় এরা অমুসলমান। মুসলমানের নাম ব্যবহার করা তাদের জন্য অবৈধ। আমাদের দাবি হলো অবিলম্বে কাদিয়ানীদের সরকারিভাবে অমুসলমান ঘোষণা করা হোক। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যেভাবে অমুসলমান নাগরিক হিসেবে এদেশে বসবাস করে, কাদিয়ানীদেরও অমুসলমান নাগরিক হিসেবে এ দেশে বসবাসের অধিকার আছে।
তিনি বলেন, আল্লাহ পাকের হাবিবের সানে যদি বেয়াদবি করা হয়, তার জন্য সরকারিভাবে মৃত্যুদণ্ডের আইন করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্যবিধি মেনে অসমাপ্ত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত চবির
পরবর্তী নিবন্ধব্যবহার ছাড়াই নষ্ট অর্ধ কোটি টাকার মেশিন