মুরাদপুরে বিজিএমইএর করোনার পরীক্ষার নমুনা সংগ্রহ বুথ চালু

| সোমবার , ২৪ মে, ২০২১ at ৮:০৯ পূর্বাহ্ণ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে বিজিএমইএর বর্তমান পরিচালনা পর্ষদ বিজিএমইএ কোভিড-১৯ ফিল্ড হাসপাতালের কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এরই প্রেক্ষিতে নগরের মুরাদপুরে বিজিএমইএ স্কুলে নগরের উত্তর-পূর্ব জোনের পোশাক কারখানার শ্রমিক কর্মচারীদের সুবিধার্থে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ বুথ চালু করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় নমুনা সংগ্রহ বুথের কার্যক্রম শুরু করা হয়।
বিজিএমইএ জানিয়েছে, এ বুথে নগরের নাসিরাবাদ, মুরাদপুর, আতুরার ডিপো, অঙিজেন, বহদ্দারহাট, কালুরঘাট এলাকার পোশাক শিল্পপ্রতিষ্ঠানের মালিক, শ্রমিক-কর্মচারীদের করোনা সংক্রমণ প্রতিরোধে সপ্তাহে ৩ দিন (রোব, মঙ্গল ও বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বিজিএমইএর নিজস্ব প্রশিক্ষিত ল্যাব টেকনিশিয়ানের মাধ্যমে নমুনা সংগ্রহ করা হচ্ছে। সংগৃহীত নমুনা ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) পরীক্ষা করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেওয়া হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসব ভুল বোঝাবুঝির অবসান হবে, আশা তথ্যমন্ত্রীর
পরবর্তী নিবন্ধপটিয়ায় আগুনে ক্ষতিগ্রস্ত ইন্দ্রপুল লবণ শিল্প এলাকা পরিদর্শনে হুইপ