বিদ্যুৎ সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় নগরীর বিস্তৃত এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। এতে হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়ে। নগরীর মুরাদপুর সাবস্টেশনে সংঘটিত অগ্নিকাণ্ডে বড় ক্ষয়ক্ষতি থেকে পিডিবি রক্ষা পেলেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে বেশ কয়েক ঘণ্টা সময় লেগেছে। গতকাল বিকাল ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল বিকাল ৪টার দিকে মুরাদপুরের এন মোহাম্মদ কনভেনশনের কাছে অবস্থিত মুরাদপুর ৩৩/১১ কেভি সাবস্টেশনে আগুন লাগে। এ সময় সাবস্টেশনের ভিতর থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে শুরু করলে আতংক ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের সাথে সাথে মুরাদপুর, বহদ্দারহাট, মোহাম্মদপুর ও মির্জাপুরসহ বিস্তৃত এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে সাবস্টেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম পুড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। বিভিন্ন এলাকায় রাত ৯টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। সাবস্টেশনের পুড়ে যাওয়া যন্ত্রাংশ পুনঃস্থাপনের কাজ চলছে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়েছে, সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ওই সাবস্টেশনের বৈদ্যুতিক প্যানেল বোর্ড এবং ব্রেকার ইন্সুলেশন আগুনে পুড়ে যায়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড–পিডিবি কালুরঘাট অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিন সাংবাদিকদের বলেছেন, বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে। অগ্নিকাণ্ডে বেশ কিছু এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলেও ক্রমান্বয়ে তা স্বাভাবিক করা হয়েছে।
তিনি বলেন, সাবস্টেশনের ব্রেকার ইন্সুলেশন ফেলিউর হয়েছে। আগুনে ব্রেকারটি পুড়ে গেছে। পুড়ে যাওয়া ব্রেকারটি পাল্টাতে হবে। আগুনে সাবস্টেশনের ৭ লাখ টাকার সরঞ্জাম পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।