মুরাদপুর থেকে বহদ্দারহাটগামী মহাসড়ক মেরামত করা হোক

| শুক্রবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৪ at ৬:৫৫ পূর্বাহ্ণ

মুরাদপুর থেকে বহদ্দারহাটগামী চট্টগ্রামকক্সবাজার মহাসড়ক বা মহাসড়ক সংলগ্ন রাস্তার বেহাল দশা। গাড়িচালক এবং যাত্রীদের জন্য উদ্বেগে কারণ হয়ে উঠেছে, যা নিরাপত্তার ঝুঁকি এবং অসুবিধা উভয়ই তৈরি করছে প্রতিনিয়ত। এই রাস্তায় এসব গর্ত, ফাটলের কারণে অসংখ্য দুর্ঘটনায় যাত্রী ও যানবাহন ক্ষতির সম্মুখীন হচ্ছে। চলাচলের জন্য এই রাস্তাটি চট্টগ্রাম মহাসড়কের একটি অবিচ্ছেদ্য অংশ হওয়ায় এ অংশটি দ্রুত মেরামত করা খুবই গুরুত্বপূর্ণ। সামান্য বৃষ্টিপাতেই এখানে রাস্তায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এছাড়া সড়কের এই অংশের নালা তৈরি ও নিষ্কাশনের কাজ বন্ধ হওয়ায় ও ফুটপাত না থাকায় সাধারণ পথচারীদের জন্য এ রাস্তায় চলাচল করা খুবই বিপজ্জনক। ফুটপাত কিংবা সাধারণ সামান্য হাঁটার জায়গা না থাকায় প্রতিদিন পথচারীদের যাতায়াতে অসুবিধা হচ্ছে। নিয়মিত এ মহাসড়ক ব্যবহারকারী হাজারো জনসাধারণের দুর্ভোগ থেকে উত্তরণের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি। দ্রুত রাস্তাটি মেরামত ও ফুটপাত নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

জান্নাতুল ফেরদৌস সায়মা

শিক্ষার্থী,

আইন বিভাগ,

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধকবি কামিনী রায় : নারী শিক্ষার অগ্রদূত
পরবর্তী নিবন্ধভালোবাসা ও বন্ধুত্ব