মুমূর্ষু অবস্থা থেকে ইসলামের পুনরুজ্জীবন ঘটান গাউসে পাক আব্দুল কাদের জিলানী

ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিলে আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা

| রবিবার , ১৯ নভেম্বর, ২০২৩ at ১০:১৪ পূর্বাহ্ণ

সৈয়দবাড়ি দরবার শরিফের সাজ্জাদানশিন আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ এর মহাসচিব আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা বলেছেন, ইসলামের ঘোর দুর্দিনে মুমূর্ষু অবস্থা থেকে ইসলামের পুনরুজ্জীবন ঘটান গাউসুল আজম সৈয়দ আব্দুল কাদের জিলানী (রা🙂। ইসলামের প্রচার প্রসারে তিনি অতুলনীয় অবদান রাখেন।

গাউসিয়া সমিতি ও গাউসিয়া যুব সমিতি বাংলাদেশের উদ্যোগে গতকাল শনিবার বিকেলে অনুষ্ঠিত ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল এবং পীরে কামেল আল্লামা সৈয়দ শামসুল হুদার (রহ🙂 ২৮ তম ওরশ শরীফের প্রস্তুতি সভায় আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা একথা বলেন। মাহফিলে প্রধান অতিথি ছিলেন ১৭নং জাফতনগর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জিয়া উদ্দিন। প্রধান বক্তা ছিলেন মাওলানা মোহাম্মদ জসিম উদ্দীন আলকাদেরী।

অতিথি ও আলোচক ছিলেন পীরজাদা মাওলানা সৈয়দ তৌছিফুল হুদা, মাওলানা আলী শাহ নেছারী, আবু আহমদ সাওদাগর, নুরুল আলম মোল্লা, জহির উদ্দিন বাবর, ইউসুফ বাবুল, .কে.এম বখতেয়ার, মোহাম্মদ শাহজালাল, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ রফিক, মাওলানা মইনুদ্দিন আবছার, মাওলানা হাবিবুর রহমান আলকাদেরী প্রমুখ।

মিলাদ কিয়াম শেষে দেশ ও বিশ্ববাসীর শান্তি কল্যাণ এবং ফিলিস্তিনের নিপীড়িত মজলুম মানবতার পরিত্রাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন পীরে তরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধনতুন সরকারের কাছে নতুন কালুরঘাট রেলসেতু চাই