সম্পদ বিবরণী জমা না দেওয়ায় ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে। আজ রোববার চট্টগ্রাম বিভাগীয় জজ আবদুল মজিদ মুন্সীর আদালতের মামলা সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য্য রয়েছে বলে নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী কাজী ছানোয়ার আহমেদ লাভলু। মুফতি ইজাহারুল ইসলাম চট্টগ্রামের লালখান বাজারে অবস্থিত আল জামেয়াতুল ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ।
জানা যায়, দুদকের একটি তদন্তে মুফতি ইজাহারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকার ধারণা পাওয়া যায়। এ জন্য ২০১৩ সালের ৪ জুলাই মুফতি ইজাহারকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেয় দুদক। তিনি সেই নোটিশ গ্রহণ করেননি। এভাবে পরপর তিনবার নোটিশ দেয় দুদক। তিনি নোটিশ গ্রহণ না করায় তার বাঁশখালীর গ্রামের বাড়ির সামনে এবং নগরীর লালখানবাজার মাদ্রাসার সামনে নোটিশটি টাঙিয়ে দেওয়া হয়। এরপর নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী জমা না দেওয়ায় ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর খুলশী থানায় মামলা করে দুদক। ২০১৪ সালের ২১ এপ্রিল দুদক এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করে। এরপর সাক্ষ্যগ্রহণ পর্যায়ে ২০১৯ সালের ৬ জানুয়ারি থেকে বিভাগীয় স্পেশাল জজ না থাকায় বিচার কার্যক্রম বন্ধ থাকে। পরবর্তীতে কোভিড-১৯ জনিত কারণে লকডাউনে আদালতের কার্যক্রম বন্ধ থাকায় বিচার কার্যক্রম স্থিমিত হয়ে পড়ে।
দুদকের আইনজীবী কাজী ছানোয়ার আহমেদ লাভলু দৈনিক আজাদীকে বলেন, ২০১৯ সালের ৬ জানুয়ারি থেকে বিচারক না থাকায় পরে কোভিড জনিত কারণে মুফতি ইজাহারের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিল না করায় দুদকের মামলাটির বিচার কার্যক্রম দীর্ঘদিন বন্ধ ছিল। এখন আবার মামলাটির বিচার শুরু হচ্ছে। রোববার এ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিনধার্য্য রয়েছে।