রাউজান থানার মুনিরীয়া যুব তাবলীগের দুইটি এবাদতখানা ভাঙচুর ও অগ্নিসংযোগসহ ৩ মামলার আসামি গুজরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
মো. আনোয়ার হোসেন, একই থানার গোলজার পাড়া কাগতিয়ার হবল হোসেন প্রকাশ তবল হোসেনের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শরীফ-উল-আলম জানান, মুনিরীয়া যুব তাবলীগের দুইটি এবাদতখানা ভাঙচুর ও অগ্নিসংযোগসহ ৩ মামলার আসামি মো. আনোয়ার হোসেন রাউজানের গহিরা এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত পৌনে ৯টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।