মুজিববর্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর স্বাধীনতার বিরুদ্ধে বড় আঘাত

নগর আ. লীগের বিক্ষোভ সমাবেশ ।। ঘরে ঘরে গিয়ে ইসলামের সঠিক মর্মবাণী পৌঁছে দিতে বললেন নাছির

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১০ ডিসেম্বর, ২০২০ at ১০:৫৩ পূর্বাহ্ণ

মুজিববর্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনা স্বাধীনতার বিরুদ্ধে একটি বড় আঘাত বলে উল্লেখ করেছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে গতকাল বুধবার বিকাল ৩টায় আন্দরকিল্লা চত্বরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।
নাছির বলেন, আমি দলের তৃণমূল নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছি- আপনারা ঘরে ঘরে যান এবং ইসলামের সঠিক মর্মবাণী পৌঁছে দিয়ে মানবতাকে জাগ্রত করুন। সাবেক এই মেয়র বলেন, মহানগরের প্রতিটি ওয়ার্ডে গণজাগরণ সৃষ্টি করে মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর বাংলাদেশকে সমুণ্নত রাখতে হবে। কোনো অশুভ চক্র যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে দৃষ্টি রাখেতে হবে। এদেরকে রাজপথেই সমুচিত জবাব দেওয়া হবে। তিনি বলেন, মহানগর আওয়ামী লীগের সিদ্ধান্তে নগরীর ৭টি গুরুত্বপূর্ণ স্থানে আগামীকাল (আজ) থেকে বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুরের বিরুদ্ধে প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ৭১-এ যারা গণহত্যা ও নারী ধর্ষণ সহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিল তারা এ স্বাধীন বাংলাদেশকে আবার আঘাত হানতে চায়। তবে মুক্তিযুদ্ধের বিজয়ের মাস এ ডিসেম্বরে ঐ পরাজিত শক্তিকে পরাহত করার হিম্মত আমাদের আছে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের অন্যতম সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, এম জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী। বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি এড. সুনীল কুমার সরকার, সম্পাদকমণ্ডলীর সদস্য হাসান মাহমুদ শমসের মোহাম্মদ হোসেন, জালাল উদ্দিন ইকবাল, আবদুল আহাদ, মো. আবু তাহের, শহীদুল আলম, জহরলাল হাজারী, নির্বাহী সদস্য আবুল মনসুর, সৈয়দ আমিনুল হক, হাজী নুরুল আমিন শান্তি, সাইফুদ্দিন খালেদ বাহার, আবদুল লতিফ টিপু, হাজী বেলাল আহমদ, মোরশেদ আকতার চৌধুরী, থানা আওয়ামী লীগের ফিরোজ আহমেদ, হাজী ছিদ্দিক আলম, জাহাঙ্গীর চৌধুরী, সাহাব উদ্দিন আহমেদ, আনছারুল হক, হাজী মো. ইছহাক, রেজাউল করিম কায়সার প্রমুখ। সমাবেশ শেষে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল আন্দরকিল্লা চত্বর থেকে শুরু হয়ে মোমিন রোড, চেরাগী পাহাড় মোড় ও জামালখান মোড় হয়ে চট্টগ্রাম প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে বাড়ছে উত্তাপ নৌকা পেতে দৌড়ঝাঁপ
পরবর্তী নিবন্ধআ. লীগের মেয়র প্রার্থী বাছাই শুরু কাল কেন্দ্রে যাবে তালিকা