চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে এবং জিপিএইচ ইস্পাত লিমিটেডের পৃষ্ঠপোষকতায় মুজিব শতবর্ষ জিপিএইচ ইস্পাত চট্টগ্রাম বিভাগীয় ভলিবল প্রতিযোগিতা কাল সোমবার শুরু হবে। দু’দিনব্যাপী এই প্রতিযোগিতা ২৮ ও ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল ২৬ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মোহাম্মদ শোয়াইব। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর। লিখিত বক্তব্যে বলা হয় এই প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা দল অংশগ্রহণ করবে। সিআরবিস্থ শিরিষতলা প্রাঙ্গনে ২৮ ডিসেম্বর সকাল ৯টা থেকে খেলা শুরু হবে। সেদিন সন্ধ্যা ৭টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি এ বি এম আজাদ। বিশেষ অতিথি থাকবেন জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলমাস শিমুল, এডভোকেট ফজলে রাব্বি বাবুল, যুগ্ম সম্পাদক, বাংলাদেশ ভলিবল ফেডারেশন, গেস্ট অব অনার মো. জাহাঙ্গীর হোসেন, মহাব্যবস্থাপক (পূর্ব), বাংলাদেশ রেলওয়ে। ২৯ ডিসেম্বর রাত ৮টায় হবে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান। প্রতিযোগিতার সর্বমোট বাজেট ধরা হয়েছে ৫,৫০,০০০ টাকা। এর মধ্যে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লি. প্রদান করবে ৩,০০,০০০ টাকা। অবশিষ্ট ২,৫০,০০০ টাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর এবং কার্যনির্বাহী কমিটির সদস্য সুমন দে, আরিফুর রহমান এবং ওসমান গনি অনুদান প্রদান করবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, কোষাধ্যক্ষ নোমান আল মাহমুদ, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সুমন দে, সদস্য সচিব মোহাম্মদ শোয়াইব, সংস্থার কার্যনির্বাহী সদস্য মো. আরিফুর রহমান, আবু সামা বিপ্লব প্রমুখ।