মুজিববর্ষ উপলক্ষে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ) প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত নিউজলেটার ‘দ্য ইডিইউভিয়ান’ এর বিশেষ সংখ্যা। শতবর্ষী এ আয়োজনকে স্মরণীয় ও স্থায়ীত্ব প্রদানে ইডিইউর এ প্রয়াসকে প্রশংসনীয় বলে মন্তব্য করেছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। গত সোমবার বিকাল ৪টায় অনুষ্ঠিত ইডিইউর ১৩তম সিন্ডিকেট সভায় উপস্থিত সদস্যগণ এ পত্রিকা প্রকাশে সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানিয়েছেন। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান এবং প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর দিক থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামগ্রিক কর্মযজ্ঞকে মূলত একাডেমিক ও গবেষণামূলক দৃষ্টিকোণের আলোকে পর্যালোচনার গুরুত্ব ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি এই বিশেষ সংখ্যা প্রকাশ করেছে। এই বিশেষ সংখ্যাটি বঙ্গবন্ধুকে অনুধাবন ও নতুন আঙ্গিকে তাকে আবিষ্কারের খোরাক যোগাবে এবং তার চেতনাকে লালনের ক্ষেত্রে সহায়ক হয়ে উঠবে বলে আমাদের প্রত্যাশা।
এতে আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক সামস উদ-দোহা, রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া, প্রফেসর ড. এমরান হোসেন, প্রফেসর ড. সুলতান আহমদ, শাফায়েত কবির চৌধুরী, শহিদুল ইসলাম চৌধুরী, ড. মো. নাজিম উদ্দিন, ড. মো. রকিবুল কবির, প্রক্টর অনন্যা নন্দী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











