মুজিব শতবর্ষ শেখ রাসেল অনূর্ধ্ব-১১ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১৯ ডিসেম্বর, ২০২০ at ৭:১৬ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ক্রীড়া বিভাগ আয়োজিত মুজিব শতবর্ষ শেখ রাসেল অনূর্ধ্ব-১১ চ্যালেঞ্জকাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে গতকাল। সকালে এম. এ.আজিজ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিদারুল আলম চৌধুরী । এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মোঃ মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য ও ক্রিকেট সম্পাদক এ.কে.এম. আবদুল হান্নান আকবর, সিজেকেএস কাউন্সিলর চন্দন ধর চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, কার্যনির্বাহী সদস্য হাজী বেলাল আহমেদ প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন দুই দলের কর্মকর্তা ও বিভিন্ন একাডেমির ক্ষুদে খেলোয়াড়রা। ১ম খেলায় শেখ ফজলুল হক মনি- উদীয়মান ক্রিকেট একাডেমি জয় লাভ করে। প্রথমে ব্যাট করে শেখ ফজলুল হক মনি- উদীয়মান ক্রিকেট একাডেমি ১৪৫ রান করে। জবাবে সুলতানা কামাল- ব্রাদার্স ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভার ৬ উইকেটে ১২২ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে আলভি আহমেদ ১৬ বলে ৩৯ রান করে। শেখ ফজলুল হক মনি- উদীয়মান ক্রিকেট একাডেমির মিনহাজুল হক ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। দিনের ২য় খেলায় সুকান্ত বাবু- ব্রাইট ক্রিকেট একাডেমি জয় লাভ করে। প্রথমে ব্যাট করে সুকান্ত বাবু- ব্রাইট ক্রিকেট একাডেমি ১৩৫ রান সংগ্রহ করেন। জবাবে শেখ আবু নাসের- এস.এস ক্রিকেট একাডেমি ১৫.৫ ওভারে মাত্র ২৯ রানে অল আউট হয়। বিজয়ী দলের সুলতান ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়। খেলা শেষে ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার প্রদান করেন মহানগর আওয়ামীলীগের সম্পাদকীয় মণ্ডলীর সদস্য আবু তাহের ও শহিদুল আলম।

পূর্ববর্তী নিবন্ধমুজিব শতবর্ষ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের দুটি ম্যাচ সম্পন্ন
পরবর্তী নিবন্ধবায়ুদূষণেই ৯ বছরের এল্লার মৃত্যু, রায় ব্রিটিশ আদালতের