চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত মুজিব শতবর্ষ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে জালাল উদ্দিন আহমদ একাদশ। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে জালাল উদ্দিন আহমদ একাদশ ১৪ রানে ইউসুফ গণি চৌধুরী একাদশকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা জালাল উদ্দিন আহমদ একাদশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন সাহেদ উল্লাহ। এছাড়া রেজাউল করিম ২১, সাজ্জাদুল হক ১৫ এবং রতন দাশ করেন ১৪ রান। ইউসুফ গনি চৌধুরী একাদশের পক্ষে ৩টি উইকেট নিয়েছেন ফখরুদ্দিন। ২টি উইকেট নিয়েছেন তন্ময় পাটোয়ারী। জবাবে ব্যাট করতে নামা ইউসুফ গনি চৌধুরী একাদশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৯১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন ফখরুদ্দিন। এছাড়া কপিল ১০, কামরুল ১১ এবং ওমর ফারুখ করেন ১১ রান। বাকিদের কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। জালাল উদ্দিন আহমদ একাদশের পক্ষে১টি করে উইকেট নিয়েছেন সাহেদ উল্লাহ, রতন দাশ, জায়েদ উল্লাহ, সাজ্জাদুল হক এবং রেজাউল করিম। বিজয়ী দলের সাহেদ উল্লাহ ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন। তার হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর আরিফ আহমেদ।