বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নুরুল হুদা রচিত ‘মুজিব মৌলিক’ গদ্যগ্রন্থের প্রকাশনা উৎসব আজ শনিবার বিকেল ৫ টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউটের আটর্ গ্যালারি হলে অনুষ্ঠিত হবে।
উৎসবে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর ড. প্রণব কুমার বড়ুয়া। মুখ্য আলোচক থাকবেন চবি সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ। মূল প্রবন্ধ পাঠ করবেন বাংলা একাডেমির পরিচালক ড. আমিনুর রহমান সুলতান। আলোচক থাকবেন আরআইডি ৩২৮২ বাংলাদেশের জেলা গভর্নর ডা. মইনুল ইসলাম মাহমুদ ও চবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী। প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করবেন রোটারী ক্লাব অব চিটাগং কমার্শিয়াল সিটির প্রেসিডেন্ট অমল বড়ুয়া। প্রকাশনা উৎসবে সাহিত্য অনুরাগীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।