মুক্তির দিন থেকেই সাড়া ফেলছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’। গত ১৩ অক্টোবর সারা দেশের সিনেমা হলে মুক্তি পায় সিনেমাটি। এরপর থেকে দেশের সিনেমা হলগুলোতে প্রায় শো হাউসফুল দেখা যায়। চট্টগ্রামের কাজীর দেউড়ির সুগন্ধা সিনেমা হল, ফিনলে স্কয়ারের সিলভার স্ক্রিন, চকবাজার বালি আর্কেডের স্টার সিনেপ্লেঙে সব শো ছিল হাউসফুল। উপরন্তু শো বাড়াতে হয়েছে।
মাসুকা আক্তার এক গৃহিণী সুগন্ধা সিনেমা হলে এসেছেন স্বামীসহ তার দুই সন্তানকে নিয়ে। সিনেমাটি দেখার পর অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘আসলে প্রত্যাশার চেয়েও বেশি কিছু পেলাম। মনে হলো বঙ্গবন্ধুকে নিয়ে একটি সিনেমা তো এমনই হবে। আমার সন্তানদের নিয়ে এসেছি আমাদের জাতির জনককে পর্দায় দেখাতে। আমাদের নতুন প্রজন্মের উচিত সিনেমাটি দেখা। যেহেতু বইপড়ার চর্চা এখন কমে গেছে, সেই জায়গা থেকে এই সিনেমায় যেহেতু বঙ্গবন্ধুকে নিয়ে অনেক তথ্যই উঠে এসেছে তাই অনেক বিষয় জানা যাবে।’
দেখা গেছে, অনেক আওয়ামী লীগ নেতা শুধু নিজেরা নয়, শিক্ষার্থীদের নিয়ে ছবিটি দেখছেন।
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা পরিচালনা করেছেন বলিউড পরিচালক শ্যাম বেনেগাল। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।