মুজাফরাবাদ কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

| সোমবার , ২৮ আগস্ট, ২০২৩ at ৬:৩১ পূর্বাহ্ণ

পটিয়া মুজাফরাবাদ কলেজে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু ছৈয়দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের অধ্যাপিকা কনিকা দাশ ও যুক্তি বিদ্যা বিষয়ের অধ্যাপিকা গোপা চৌধুরী। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন একাদশ শ্রেণির ছাত্র মিজান হোসেন ও পবিত্র গীতা পাঠ করে একাদশ শ্রেণির ছাত্রী সোমা ঘোষ। বিদায়ী ছাত্রছাত্রীদের উদ্দেশ্য মানপত্র পাঠ করে জান্নাতুল ফেরদাউস। বিদায়ীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন একাদশ শ্রেণির মিজান, সুমাইয়া, নুসরাত ও ফারজানা। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে জাবেদ হাসান, ঋতুপর্ণা ঘোষ। বিদায়ী পরীক্ষার্থীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক হাসান মাহমুদ। অধ্যক্ষ তার বক্তব্যে ছাত্রছাত্রীদের আগামীর স্মার্ট বাংলাদেশের জন্য যোগ্য নাগরিক হিসাবে গড়ে উঠার পরামর্শ দেন।

পূর্ববর্তী নিবন্ধসনাতনী কর আইনজীবী কল্যাণ পরিষদের সম্মেলন ও শপথ গ্রহণ
পরবর্তী নিবন্ধপাঁচ হাজার গাছের চারা বিতরণ করলো চন্দনাইশ সমিতি