মুখের সম্মুখে স্নেহমাখা মুখ
হাতের স্পর্শে আমি বিমুগ্ধ,
পৃথিবীর সুখ যেন এখানে আসীন
সকলের কাছে তাই স্নিগ্ধ!
কী মোহ লিকারে বলো
কুল কুল ভাবায় চোখ
অনাহূত কথাবার্তায়
বাড়াও মনের দ্যুতি!!
শপথের মালাখানি নিয়ে
বসিয়ে রেখেছি নিলয়ে
রঙিন ঠোঁটের কার্নিশে
হাসির ফোয়ারা ভাসে!!
কেশরাজি অগোছালো
মনে হয় উড়ু উড়ু মন,
মুগ্ধ হয়ে থাকি যদিও এলোমেলো সব
নীরব থাকা যায় কতক্ষণ!