মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রোববার সকালে পটিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও পটিয়া আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে হুইপ বলেন, শোক আর গর্বের মহিমান্বিত একটি দিন ২১ ফেব্রুয়ারি। মুখের ভাষার জন্য প্রাণ দিয়ে বিরল ইতিহাস গড়েছে বাঙালি। বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে গড়ে ওঠা দুর্বার আন্দোলনে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সালাম, জব্বার, শফিক, বরকত, রফিক তাজা রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। যার ফলে বাংলা ভাষা আজ আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি লাভ করেছে। মূলত সেই ভাষা অন্দোলনের মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতা এসেছে। মীর আন নাজমুস সাকিবের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ইনামুল হাছান, হাবিবুল হক চৌধুরী, মাজেদা বেগম মিরু, রেজাউল করিম মজুমদার, ডা. জয়দত্ত বড়ুয়া প্রমুখ। পরে প্রধান অতিথি মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।